তালা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতক্ষীরা জেলা তালা উপজেলায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।
আরো পড়ুন: দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ কুলিয়ার বাবলু আটক
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ১২৭ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়নের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এসময় সাতক্ষীরা তালা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার নাম ঘোষনা করা হয়।
আরো পড়ুন: নৌকার মাঝির সমর্থনে সবর্দা কাজ করবে জাতীয় হিন্দু মহাজোট