এসভি ডেস্ক: পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে হ্যাটট্রিক করলেন। ১৮তম ওভারে খুলনার শেষ তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরালেন তিনি। এতে ৮০ রানে জয় পায় কুমিল্লা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলোবিপিএলে ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিক কুমিল্লা। আর দুইয়ে চলে গেলো চিটাগং ভাইকিংস।
খুলনার বিপক্ষে ১৮তম ওভারে হ্যাটট্রিক করেন রিয়াজ। ওভারের তৃতীয় বলে তার প্রথম শিকার হন ডেভিড ওয়াইস। আট রান করেই মাঠ ছাড়েন তিনি।
এরপরের বলে সাজঘরে ফেরান তাইজুল ইসলামকে। মাত্র এক রান করেন এই স্পিনার।
১৮তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সাদ্দামকে শূন্য হাতে বিদায় দেন ওয়াহাব। তার দুর্ষর্ধ এই বোলিংয়ে বড় জয় পায় কুমিল্লা।
বিপিএলের এবারের আসরের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। এর আগে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সে ম্যাচে মিরপুরে ঢাকার স্পিনার অ্যালিস আল ইসলাম অভিষেক ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছিলেন।