এসভি ডেস্ক: একটি ওয়ান শুটার গান ও এক কেজি আটশত গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব।
আটক নাজমুল মোড়ল সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামের মোজাম্মেল হক মোড়লের ছেলে।
র্যাবের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার নাজমুল মোড়লের দেখানো মতে তার ঘরের ভিতরের খাটের নিচ হতে একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং এক কেজি আটশত গ্রাম গাঁজা নিজ হাতে বের করে দেয়। গ্রেপ্তার নাজমুল মোড়ল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রধারী সন্ত্রাসী এবং পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাবের কাছে স্বীকার করেছে। সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে অস্ত্র ও মাদক স্বল্পমূল্যে সংগ্রহ করে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল সে।
উদ্ধারকৃত অস্ত্র এবং গাঁজাসহ গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ।