Spread the love

পাইকগাছা প্রতিনিধি: এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা থাকবে অতন্দ্র প্রহরী। প্রতিটি মন্ডপে বিএনপির নেতাকর্মীদের মধ্যে থেকে কমপক্ষে দশ জনের একটি করে স্বেচ্ছাসেবক টিম থাকবে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিষ্টান, কে বৌদ্ধ এটা আমাদের দেখার বিষয় নয়,আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।

বুধবার (২ অক্টোবর) পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ ইকবালের সভাপতিত্বে আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম সাইফুদ্দীন সুমন,মোঃ মেছের আলী সানা,রাবিদ মাহমুদ চঞ্চল, সরদার ফারুক আহমেদ, এবিএম আকিজ উদ্দিন, আবু হুরায়রা বাদশা, নুরালি গোলদার, এস এম শামসুজ্জামান,শাহিন মোড়ল প্রমুখ। এ সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে কল্লোল মল্লিক, চিত্তরঞ্জন সেন, পলাশ কুমার রায়, লালু বিশ্বাস, শংকর বিশ্বাস, অশোক কুমার ঘোষ, জগন্নাথ দেবনাথ, সন্তোষ সরকার, প্রশান্ত সরকার, বিবেক দাস, অধীর বিশ্বাস, উজ্জ্বল কর্মকার, প্রকাশ ঘোষ বিধান, সুকুমার সেন, কালিপদ মণ্ডল, যতনময় মন্ডল, হরিপদ দাস, অলকেশ ঘোষ, দীপঙ্কর অধিকারী, রঞ্জন ভদ্র, সৃজন ঘোষ, প্রশান্ত রায় ও পলাশ ঘোষ হিন্দু সম্প্রদায়ের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বিগত অন্যান্য বছরের তুলনায় আসন্ন দূর্গা পূজা হবে উৎসব মুখর। উল্লেখ্য আসন্ন দুর্গাপূজায় উপজেলায় মোট ১৩০ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *