আশাশুনি প্রতিনিধি: শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শ্রীকলস জামে মসজিদে (ভাটার পাশে) আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং আশাশুনি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তাজা। প্রধান বক্তা ছিলেন- তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা আবু বক্কার সিদ্দিক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সেক্রেটারি এ বি এম আলমগীর পিন্টু, সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন, ছাত্র শিবিরের সাবেক কলেজ সভাপতি মোর্তাজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান,আব্দুল আজিজ,ইমাম মাওলানা আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি বেলাল হোসাইন।
বক্তারা বলেন, ৫ আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষের ঘরে ঘরে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে। আইনের শাসন,গণতন্ত্র, ভোটের অধিকার পাওয়ার সুযোগ হয়েছে। যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে স্মরণ রাখতে হবে।এ স্বাধীনতা আমাদের কাছে আমানাত। এদেশের মানুষ বিএনপি আ’লীগ, জাতীয় পার্টির শাসন দেখেছে, কোন শাসন শান্তি ফিরিয়ে দিতে পারেনি। শুধু বাকি আছে কোরআনের শাসন। বক্তারা কুরআনের শাসন প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।