নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে আন্তঃ কর্মএলাকা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী কুশখালী ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজ মাঠে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুশখালী ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মনতোষ কুমার দেবনাথ, পলাশ অভিভাবক দলের সভাপতি ও উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান, অভিভাবক দলের সদস্য ও ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. রকিব উদ্দীন বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খায়রুল বাশার, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য সাবেক এসআই আব্দুল বারী, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য ফিরোজা বেগম, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান, প্রকল্প কর্মকর্তা অারিফ হোসেন, এ্যাডমিন অফিসার শারমিন সুলতানা, কমিউনিটি মোবিলাইজার ও ইয়ুথ ভলান্টিয়ার বৃন্দ সহ ঝাউডাঙ্গা, বৈকারী, কুশখালী, ফিংড়ী ও ভোমরা ইউনিয়নের শিশুরা।
আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিশুদের নিয়ে উপজেলা পর্যায়ে আন্তঃ কর্মএলাকার ইউনিয়নের মধ্যে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিয়নের মধ্যে আকর্ষণীয় খেলা মেয়ে শিশুদের ফুটবল খেলায় কুশখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের নিয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।