Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আপন ভাই কর্তৃক সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভাতাভোগী প্রতিবন্ধী বোনের নিকট থেকে জোরপূর্বক টিপসই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে পৈতৃক জমি বিবাদীরা লিখে নিতে পারে। এ ব্যাপারে বড় বোন সালেহা খাতুন বাদী হয়ে থানায় ৩ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

বাদী সালেহা খাতুন জানান, আমার মেজ ভাই উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত এনছার আলী সরদারের মেজ পুত্র শফিকুল ইসলাম সরদার, তার স্ত্রী আনজুয়ার খাতুন ও তাদের জামাতা কুন্দুড়িয়া গ্রামের গোলাপ গাজীর পুত্র আনারুল মিলে আমার প্রতিবন্ধী বোন তাহেরা খাতুনকে জোরপূর্ব গত মঙ্গলবার ৩ সেপ্টেম্বর আশাশুনিতে নিয়ে এসে অস্পষ্ট ভাষ্যমতে অনেকগুলো টিপসই করে নেয়। আমাদের ধারণা শফিকুল পৈতৃক জমি লিখে নিতে পারে। আমাদের পিতা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। তারপর থেকে মেজ ভাই শফিকুল আমাদের ৮ ভাই-বোনের বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছে। ছোট ভাই তরিকুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আমাদের তিন বোনের প্রাপ্য জমি বেরকরে গোয়ালডাঙ্গা গ্রামের আম্বিয়া গাজীর নিকট লীজ প্রদান করেন। বিবাদীদ্বয় তাকে বিভিন্ন সময়ে গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে। তিন নম্বর বিবাদী আনারুল আমার ছোট ভাই তরিকুল কে বিদেশ যেতে দেবে না ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করে। গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৮টায় বিবাদীগণ জমি দেবে না বলে হুমকি প্রদর্শন করে। আমরা অনুপায় হয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সঠিক বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে ডিউটি অফিসার এ এস আই নাসিমা খাতুন জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *