এসভি ডেস্ক: সিলেটে অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত এমপি বলেছেন, যখন কোন সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকে তখন ব্যাপক উন্নয়ন সাধিত হয়। দেশের মানুষের কল্যাণ হয়। বর্তমান সরকারের অামলে সারাদেশে উন্নয়ন হয়েছে। সামনে নির্বাচন। অাপনারা অামাদের কর্মকাণ্ড দেখে বিবেচনা করবেন কাকে ভোট দেবেন। অামরা অাশাবাদি অাপনারা শেখ হাসিনাকেই বেছে নিবেন। কেননা তাঁর নেতৃত্বের মাঝে শুধুই জনকল্যাণ নিহিত।
মন্ত্রী বলেন, অাগামী ১০ বছরের মধ্যে দেশে কোন দারিদ্র্য থাকবে না। সে লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় সিলেটে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। সাত বছর পর চেম্বারের উদ্যোগে এই মেলা হচ্ছে।
শুক্রবার বিকাল সোয়া ৩ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদার।
চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।