Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়নের বালিয়াপুর জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম রাখাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (২৩ আগস্ট) বাদ আসর মসজিদের ভেতরে মারামারি ও সংঘর্ষের সূত্রপাত হয়।

বালিয়াপুর গ্রামের শাহদাত মোল্লার ছেলে শরিফুল মোল্লা বলেন, দীর্ঘদিন যাবত মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে আফসার মোল্লার সাথে আমাদের ঝামেলা চলছে। আফসার মোল্লা প্রভাব খাটিয়ে মসজিদটি একরকম দখল করে রেখেছে। মসজিদের আয় ব্যয়ের কোন হিসাব আমাদের দেয়না। কথা বললেই আমাদেরকে মারতে আসে।

গতকাল আবার আশাশুনি থেকে দূর্বৃত্ত ভাড়া করে নিয়ে এসে আমাকে ও আমার ছেলেকে বেধড়ক মারধর পিটিয়ে জখম করেছে। তাদের ঘুষিতে আমার একটি দাঁত ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই যাতে এই ধরনের দুঃসাহস আর কেউ দেখাতে না পারে ।

এদিকে আফসার মোল্লা জানান, আমি দীর্ঘদিন যাবত এই মসজিদের সভাপতি ও মোয়াজ্জিন। শরীফ মোল্লা একটি সন্ত্রাসী ও হিংস্র ব্যক্তি। আমার নিরপরাধ বড় ছেলেকে গত শুক্রবার মারধর করেছে। আমাকে অপমানও করেছে এবং প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *