Oplus_131072
Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪৭ কোটি ৯৯ লক্ষ ৬ হাজার ১০৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ জুন) বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাসিক সভায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে এ বাজেট উপস্থাপন করা হয়। বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান (২) আব্দুল হাকিম,জেলা পরিষদ সদস্য কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, মাহফুজা সুলতানা রুবি, ফিরোজ কবির, আমজাদ হোসেন, নজরুল ইসলাম, শিল্পী রানী মহালদার। এসময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, হিসাব রক্ষক মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এ সময় বলেন, যথাযথ পর্যালোচনা করে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সকল খাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *