Spread the love

নিজস্ব প্রতিনিধি: ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক আটক করে পাঁচ হাজার টাকা চাঁদা আদায়কালে স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের বকচরা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম হোসেন গাজী (৩০)। যশোর জেলা শহরের পাওয়ার হাউজ, টাউন হল এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে।

ইজিবাইকের মালিক সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে মোঃ আবু সাঈদ মিঠু (৫৪) জানান, আমি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইক নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এর সামনে বাইপাস সড়কে সম্মুখে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকি। এসময় একজন অজ্ঞাতনামা ব্যক্তি আমার ইজিবাইকের কাছে এসে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে গাড়ীটি আটক করে থানায় নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সে গাড়িতে উঠে আমাকে পিছনে বসতে বলে নিজে চালিয়ে লেকভিউ এর কাছে বাইপাস সড়কে এসে বলে যে, “তোমার গাড়ীতে কেস দিলে দশ হাজার টাকা লাগবে” আমাকে পাঁচ হাজার টাকা দিলে আমি গাড়িটি ছেড়ে দিব। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে আমার কাছে থাকা ২০০ টাকা ও মোবাইল সেটটি নিয়ে নেয়। এরপর অজ্ঞাতব্যক্তি ইজিবাইক চালিয়ে বাইপাস সড়কের বকচরা মোড়ে সাদ্দাম হোসেনের চায়ের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগালে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।

তিনি আরো বলেন, এঘটনার পর স্থানীয় লোকজন এসে তাকে ধরে ফেলে এবং তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে বিভিন্ন নাম ঠিকানা প্রকাশ করে। এসময় তাকে কয়েকটি চড় থাপ্পর দিলে সে সঠিক নাম পরিচয় প্রকাশ করে। পরে স্থানীয় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাকে সদর থানা পুলিশে সোপার্দ করে। সে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমার ইজিবাইকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ইজিবাইক চালক বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *