Spread the love

অনলাইন ডেস্ক: পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার চলমান অভিযানের ১৫ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় তিনটি মুদি দোকান ও একটি গোডাউনে রাখা দোকান মালিকদের কাছে থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার(২৭ জুন) সকালে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার এবং বাইপাস সড়কের বকচারা বাজারে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, পরিদর্শক আসমা খাতুন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনা কালে পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প/ পঁচনশীল শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। পলিথন পঁচেও না, নষ্টও হয়না। এজন্য পরিবশে রক্ষায় পঁচনশীল শপিং ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে সরকারি ভাবে দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ি গোপনে পলিথিন শপিং ব্যাগ বাজারে বিক্রি ও ব্যবহার করে আসছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এবং বাইপাস সড়কের বকচারা বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ১৫ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় তিনটি মুদি দোকান ও একটি গোডাউন মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *