এসভি ডেস্ক: শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মরিয়ম পারভীন স্বামী আব্দুস সালামের যৌতুকের দাবিতে অত্যাচার সইতে না পেরে পরিত্রান পেতে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৩ বছর পূর্বে ইসলামী শরিয়া মতে একই গ্রামে মৃত নবাব্দী গাজীর ছেলে আব্দুল সালামের সাথে আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে জীবন হাসান জয় নামে ১০ মাস বয়সের এক ছেলে আছে আমাদের। বিয়ের পরে আমার হতদরিদ্র বাবা আমার স্বামীকে বিভিন্ন সময় লক্ষাধিক টাকা যৌতুক দেয়। কিন্তু তার পরেও তিনি যৌতুকের দাবিতে আমার উপরে অত্যাচার অব্যাহত রাখে। এক পর্যায়ে স্বামীর অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করি। বিষয়টি কালিগঞ্জ পুলিশ সার্কেলের কাছেও নালিশ করি। কিন্তু তাতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে হত্যা গুম করার জন্য হুমকি প্রদর্শন করতে থাকে। আদালত হতে ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়েছে। যে কোন মুহূর্তে তিনি আমাকে খুন জখম করতে পারে।’
মরিয়ম তদন্ত সাপেক্ষে প্রকৃত বিষয়টি উৎঘাটন পূর্বক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।