চন্দন চৌধুরী: মিথ্যা অভিযোগে মামলার শিকার শিক্ষক সুভাষ দাসের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রকারী ইস্টম দাস ও আকাশ দাসের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তালা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে খলিলনগর ইউনিয়নবাসী।
এতে বক্তব্য রাখেন শিক্ষক সুভাষ দাসের কন্যা রমা দাস ও রেখা দাস। তারা বলেন, ইস্টম দাস তাকে চাকরি দেয়ার প্রলোভনে এক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর সেই টাকা না দেবার বাহানায় আকাশ দাসের শিশুকন্যার সাথে সুভাষ দাসকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। অথচ যেদিন এই ঘটনার কথা বলা হয়েছে, সেদিন সুভাষ দাস গোপালপুর প্রাইমারী স্কুলে নাটকের রিহার্সেলে ছিলেন এবং তার প্রমানও আছে। এতেই প্রমান হয় তাদের বাবা সুভাষ দাস নির্দোষ।
তারা আরও বলেন, এ ঘটনার পর সুভাষ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে দ্রুত মুক্তির দাবি করেন তারা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক রঘুনাথ খাঁ, আবুল হোসেন, রনজিত ঘোষ, সঞ্জিত দেবনাথ, গনেশ দাস প্রমুখ।