নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান ডায়ালাইসিস সংকটের সংবাদ প্রকাশিত হবার পর ডায়ালাইসিস ইউনিট পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।
এসময় তিনি ডায়ালাইসিস ইউনিটে আগত রোগীদের সাথে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সাথে কথা বলেন এবং বর্তমান চলমান সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ডা. শীতল চৌধুরীকে সাথে নিয়ে সকল ডায়ালাইসিস মেশিনের ত্রুটি ও পরিত্রাণের উপায় সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেন। সাতক্ষীরার জনগণের সুবিধার্থে চলমান সংকট নিরসনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সুবিধা অব্যাহত রাখতে গতকাল থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপিকে অবহিত করার মাধ্যমে তৎপরতা চালান ডা. সুব্রত ঘোষ। তাঁরা সকলেই অতি দ্রুত অচল ডায়ালাইসিস মেশিনগুলো সচল করে আবার পুরোদমে ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেবার কথা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ডা. সুব্রত ঘোষ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী তথা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি -এঁর সুদক্ষ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে বিশ্বমানে উন্নীত করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংগীকারে তিনি ও সাতক্ষীরার সর্বস্তরের সকল স্বাস্থ্যকর্মী সাধ্যমতো সচেষ্ট আছেন। করোনাকালসহ সকলসময়ে সাতক্ষীরাবাসীকে নিরলস সেবা প্রদানের জন্য সাতক্ষীরার সর্বস্তরের সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান।