Spread the love

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ তামিম আহমেদ সোহাগের উদ্যোগে সাতক্ষীরায় হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় জজ কোর্টের পিছনে শহরের পলাশপোল এলাকায় জেলা যুবলীগের সদস্য সাবেক সফল ছাত্রলীগ নেতা সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শেখ তামিম আহমেদ সোহাগের নিজস্ব অর্থায়নে রমজান উপলক্ষে ১৫০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি ও চিড়া বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মুকুল, জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণকালে শেখ তামিম আহমেদ সোহাগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আটারো কোটি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশেষ করে তিনি সাধারণ ও দরিদ্র মানুষদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। বর্তমান সরকার দরিদ্র মানুষের পাশে রয়েছেন। সে কারনে তিনি টানা চার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সরকারের পাশাপাশি আমরাও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুবিধা-অসুবিধা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *