Spread the love

নিজস্ব প্রতিনিধি: তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান বাবুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে করাগারে পাঠানোর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হ

মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন
প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, সমাজকর্মী মাধব দত্ত, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাহিদ হোসাইন, জি এম সোহরাব হোসেন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আবীর হোসেন লিয়ন, মোঃ সাইফুল আযম খান মামুন, শেখ হাসান
গফুর, মোঃ আতিকুজ্জামান, মোঃ আতিয়ার রহমান প্রমূখ।

বক্তারা বলেন, গত ৫ মার্চ শেরপুরের নকলা ইউএনও অফিসে আইনি প্রক্রিয়ায় তথ্য চাইতে গিয়ে দৈনিক দেশ রুপান্তরের উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদ্বন্ড দেয়া হয়। যা খুবই দুঃখ জনক। বক্তারা এসময় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের সংশ্লিষ্ট ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড শিহাবুল আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *