নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে শহরে বর্নাঢ্য র্যালী শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফুর রহমান। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সমাজসেবা অফিসার শহিদুর রহমান প্রমূখ।