নিজস্ব প্রতিনিধি: পরকীয়া প্রেমের জেরে চাচীকে নিয়ে পালিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন ভাতিজা মতিউর সরদার (৩৩)।
বুধবার (৬ মার্চ) দুপুরে তাকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভারশা গ্রাম থেকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ। মতিউর রহমান একই এলাকার মৃত নূর ইসলাম সরদারের ছেলে। এর ১৫ দিন আগে পরকীয়া প্রেমের জেরে চাচিকে নিয়ে উধাও হয় সে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বেশ কিছুদিন আগে চাচীকে নিয়ে উধাও হয় ভাতিজা মতিউর। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবর্তীতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে জানা যায়, ভিক্টিমসহ আসামী এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় আনা হয়। পরে ভিক্টিমের স্বীকারোক্তি অনুযায়ী মতিউরের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়ে ভিক্টিমকে তার বাড়িতে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।