তালা প্রতিনিধি: ছুটির দিনে সরকারী রাস্তার গাছ কেটে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন বনদস্যু জাহাঙ্গীর আলম পল্টু।
গত শুক্রবার (১ মার্চ) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী টু কাটবুনিয়ার রাস্তার পাশের সরকারি গাছ কাটার পরে তার নিজের বাড়িতে নিয়ে যান তিনি। জাহাঙ্গীর আলম হাজরাকাটী গ্রামের মৃত মোহাম্মদ শেখের ছেলে । এর আগেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দুটো গাছ কেটে নিয়েছেন বলে জানায় স্থানীয়রা । এইভাবে যদি গাছ কাটতে থাকে তাহলে রাস্তার ধারে আর কোন গাছ খুঁজে পাওয়া যাবে না বলে অভিযোগ । বাধ্য হয়ে তাই এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত করেছেন সেলিম হোসেন নামে এক ইউপি সদস্য ।অভিযোগে জানা গেছে ,শুক্রবার ১লা মার্চ সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী টু কাটবুনিয়ার রাস্তার পাশের সরকারি গাছ কাটার পরে তার নিজের বাড়িতে নিয়ে যান তিনি ।জাহাঙ্গীর আলম হাজরাকাটী গ্রামের মৃত মোহাম্মদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম পল্টু । । এর আগেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দুটো গাছ কেটে নিয়ে গেল্ওে প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি । তাই সরকারী সম্পদ রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম পল্টুর কাছে জানতে চাইলে তিনি গাছ কাটার বিষয়টি সত্যতা স্বীকার করেন এবং বলেন, আমাদের সাবেক চেয়ারম্যান সরদার ঈমান আলী আমাকে গাছ কাটতে বলেছেন। তাই আমি আমার জমির পাশের গাছ কেটে নিচ্ছি। কারো যদি কিছু করার ক্ষমতা থাকে সে করবে।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম হোসেন জানান, গাছ কাটার বিষয়টি আমি জানতে পারি এবং সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেখি জাহাঙ্গীর আলম পল্টু তিন চার জন শ্রমিক নিয়ে রাস্তার ধারে গাছ কেটে নিচ্ছে। গাছ কাটতে তাকে নিষেধ করলে তিনি আমার কথা না শুনে উল্টা আমাকে হুমকি ধামকি দেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন জানান, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।