Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের কিশোরী কন্যাকে বিয়ে দিতে এসে আটক হলেন মুসলিম নিকাহ রেজিস্টার মাওলানা আলাউল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্টার বলে জানা গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার আশাশুনি উপজেলার বুধহাটায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটার বেউলা গ্রামের যতীন দাসের অপ্রাপ্ত বয়সী মেয়ের বিয়ের জন্য মুসলিম নিকাহ রেজিস্টার মাওলানা আলাউল ইসলাম প্রস্তুতি গ্রহণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এএসআই আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত আলাউল ইসলাম, বিয়ের পাত্র কয়রা উপজেলার সরজিত কুমার, তার অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগী, মেয়ের পিতা যতীন কুমার দাস ও বিয়ের কনে-কে আটক করেন।

বিষয়টি তৎক্ষণাৎ আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাল্যবিযের কাজে সহযোগিতার জন্য কাজী আলাউল ইসলাম ও বরের দুই অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগীকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয় বলে মুসলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আদালত সহকারীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *