শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের আত্মহত্যার প্ররোচনায় দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যানসহ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (০৭ জানয়ারি) রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন মাসুম।
তিনি বলেন, ‘আবুল বাসারকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ছয় আসামীকে গ্রেপ্তার করে আজ সকালে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে আত্মহত্যা করেন শ্যামনগরের কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার। ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।