ডেস্ক রিপোর্ট: বগুড়ায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
তারা হলেন- বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী। পলাতক আসামিরা হলেন- বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।
নিহত রঞ্জু সরদার বগুড়া সদরের বড় কুমিরার আজাহার আলী সরদার ছেলে। তিনি ওই এলাকাতে ডিস ব্যবসা পরিচালনা করতেন।
২০১২ সালের ৭ জুলাই সকালে তাকে বড় কুমিরায় কুপিয়ে হত্যা করা হয়। পরে রঞ্জুর বাবা আজাহার আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে চার্জশিট জমা দেন।