বল্লী প্রতিনিধি: সদরের বল্লীতে সনাতন ধর্মলম্বী সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তি পূর্ন ভাবে উৎযাপনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা ৭ টায় রায়পুর সন্যাসীতলা সার্বজনীন দূর্গা পূজা মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি বাবু সন্তোশ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বল্লী ইউ পি আঃলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান। আরও বক্তব্য রাখেন আমতলা মন্দির কমিটির সভাপতি অবঃ শিক্ষক বাবু অশোক কুমার। শ্যামপুর মন্দির কমিটির সভাপতি বাবু রাম প্রশাদ।
এ সময় উপস্থিত ছিলেন অবঃ শিক্ষক বাবু দুলাল চন্দ্র রায়, ইউ পি আঃলীগ যুগ্ন সাধারন সম্পাঃ মুজাম সরদার, ইউপি সদস্য মাস্টার আমীন উদ্দীন, আঃ রউফ, হাবিবুর রহমান হবি, শামসুর রহমান, ৯নং ওয়ার্ড আঃলীগ নেতা নাজমুল হোসেন, যুবলীগ সভাপতি আজহারুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, আঃলীগ নেতা বজলু মুনসী, শুশান্ত শানা, মিলন চন্দ্র রায়, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শুধী বৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালন করেন সাংবাদিক শেখ খায়রুল ইসলাম।