নিজস্ব প্রতিনিধি: আগামীকাল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর। অসহায় অনেক পরিবার কিনতে পারেননি সেমাই-চিনি। শেষ মুহূর্তে ওই সব পরিবারের মাঝে ঈদ বাজার নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন আবু সাঈদ সরদার। বিবেকের তাগিদে আম্পান ঝড়ে ভেঙে যাওয়া বাড়িটি সংস্কারের টাকা দিয়েই ক্রয় করেছেন ঈদ সামগ্রী।
ইতিমধ্যে ৩০০ পরিবারের মাঝে সেমাই, চিনি, লুডুলস, লাচ্চা সেমাই বিতরণ করেছেন তিনি।
আবু সাঈদ সরদার সাতক্ষীরা সদর উপজলার শিবপুর ইউনিয়নের পরানদাহ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পরানদাহ বাজারের ব্যবসায়ী নজিবুল্লাহ জানান, ব্যক্তিগত অর্থায়নে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ছেলটি। আমার দোকান থেকেই সেমাই, চিনিসহ অন্যান্য সামগ্রী ক্রয় করেছে। হৃদয়বান সকলকে এভাবে গরীব, অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।
পরানদাহ গ্রামর আবু সাঈদ সরদার জানান, আম্পান ঝড়ে আমার ঘরটি ভেঙে যায়। সেটি মেরামত করতে পারিনি। ৪০-৫০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এই টাকায় ঘরটি মেরামতও সম্ভব নয়। ভাবছি অনেক অসহায় মানুষ রয়েছে যারা ঈদের সময় সেমাই চিনি কিনতে পারেন না। সেই পরিবারের মাঝে ঈদ বাজার তুলে দিলে তারা ঈদ আনন্দ উপভোগ করবে।
তিনি বলেন, ৩০০ পরিবারের মাঝে সেমাই, চিনি, লুডুলস, লাচ্ছা, সেমাই বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি। পরানদাহর নিলেখালি, মোড়লপাড়া, গুচ্চগ্রাম, মাঠপাড়া, কারিগড়পাড়া, মিস্ত্রিপাড়া, গাজিপাড়া, পচ্শিম পাড়াসহ নেবাখালী গ্রামের অসহায় মানুষদের মাঝে ওই ঈদ বাজার পৌঁছে দিয়েছি। এখনা কিছু বাকি রয়েছে সেগুলা দ্রুত সময়ের মধ্যেই বিতরণ করবো, ইনশাআল্লাহ।