নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনাতে সামার সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। ২১ জুন থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২৮ জুন পর্যন্ত ফেয়ার চলাকালীন সময়ে সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফেয়ার চলাকালীন সময় ভর্তি ফির উপর ৬০% সহ টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় থাকবে। উল্লেখ্য ঘটইঞ কযঁষহধ সর্বদা রেজাল্ট উপর ভিত্তি করে ১০%-১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে BBA, BA(Hons) in English, CSE, EEE, B. Architecture, Civil Engineering, BSS.(Hons) in Economics, BSS(Hons) in Journalism & Mass Communication বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে MBA (Regular & Executive), MAE in English, MSS in Economics কোর্স চালু আছে।