শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
মনোনয়নের খবর পেয়েই তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেওয়ায় ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাতক্ষীরা সদর উপজেলা, পৌর ও দেবহাটা উপজেলার সমন্বয়ে গঠিত সাতক্ষীরা সদর ২ আসনের ধানের শীষের প্রতীক উপহার দেওয়ার জন্য। আমি আমার সকল রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী এবং সর্নোপরী সাতক্ষীরাবাসীর সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি।