মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাতক্ষীরা শহরে আদালতের নির্দেশ অমান্য করে ক্রয়কৃত বসতভিটা দখলের অভিযোগ আশাশুনিতে ১০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে আলোচনা সাতক্ষীরা প্রেসক্লাবের পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠিত প্রতাপনগর ইউপি উদ্যোক্তা আসমার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শ্যামনগরে বিএনপি নেতা শাহজালাল সাময়িক বহিষ্কার সাতক্ষীরায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে! অ-চেত-ন একই পরিবারের ৬জন ৬ দফা দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি মাদ-কা-সক্ত ছেলের হাতে বাবা খু-ন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"shape_mask":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরা শহরে আদালতের নির্দেশ অমান্য করে ক্রয়কৃত বসতভিটা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার, সদর উপজেলার ৯২ নং রসুলপুর মৌজার জে.এল- ৯২ এস.এ খতিয়ান নং ৪২৭, এস.এ দাগ ৪০৪, বি.আর.এস ৭৬৬ নং খতিয়ানে ২০৬০ ও ২০৬১ নং দাগে ০.০৭৮৭একর ভূমি, বি.আর.এস ৫২৭ নং খতিয়ানের বি.আর.এস ২০৬০ নং দাগে ০.০৮ একর ভূমি, এস.এ খতিয়ান নং ৪৪৩, এস.এ দাগ ৩৮৮, বি.আর.এস ১৯৭১ নং খতিয়ানে ২০৬৩ নং দাগে ০.০৫ একর ভূমি, এস.এ খতিয়ান নং ৪৩৩, এস.এ দাগ ৪০৩, বি.আর.এস ২০০ নং খতিয়ানে, বি.আর.এস ২০৫৮ ও ২০৫৯ নং দাগে ০.৪৪৫০ একরের মধ্যে ০.২০০২৫ একর ভূমি, সর্ব মোট ০.৪১ একর ভূমির মধ্যে ০.২২ একর নালিশী ভূমির উপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
সাতক্ষীরা সদর উপজেলার বয়ারসিংহ, তালবাড়ীয়া গ্রামের এমকে আবু তাহের এর ছেলে মোঃ আব্দুস সাত্তার (৫৪) কর্তৃক ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় গত ১১ সেপ্টেম্বর বিচারক এই আদেশ জারি করেন। (মামলা নং-পি- ১৫২৪/২৫)। আদেশ নং-১। আব্দুস সাত্তারের দায়ের করা মামলায় দ্বিতীয় পক্ষরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৮), একই গ্রামের মো. রবিউল ইসলাম এর ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (৩৩), মৃত নূর আলী সরদারের ছেলে আব্দুস সবুর (৫৮), মৃত সুরত আলী মোল্লার ছেলে মোঃ হাসেম আলী (৫৭), মৃত আমির আলী গাজীর ছেলে মোঃ আবুল কালাম গাজী (৫৭), মোঃ আব্দুল কাদের (৬০) ও মোঃ আবু তালেব (৫৩)।
আদালতে নির্দেশে সদর থানার এসআই মো. মনিরুজ্জামান উক্ত তপশিল বর্ণিত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য উভয়পক্ষকে নোটিশ জারি করেছেন।
নোটিশে বলা হয়, উভয় পক্ষদ্বয়কে  এই মর্মে জরুরী ভিত্তিতে নোটিশ প্রদান করা যাচ্ছে যে,  সংশিষ্ট সহকারী কশিনার (ভূমি) নালিশী জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন। আদালতের আদেশ অনুযায়ী উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখবেন। কোন পক্ষ নিজেদের মধ্যে গোলযোগ, ঝগড়া বা বিরোধ করবেন না এবং উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা অবস্থা বজায় রাখবেন। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী ধার্য তারিখের মধ্যে কোন পক্ষ আদালতের আদেশ অমান্য করলে আইন তাদের আমলে আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com