মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালন উপলেক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর(রবিবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। ম্যাধমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মোঃ রাশেদ হোসাইন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা বি এন পির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদক, কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাপ্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য আলোচনা সভায গুরুত্ব পায়।