মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছু-রিকা-ঘাতের ঘটনায় শ্যামনগরে বিএনপি নেতা শাহজালালকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
শাহজালাল শ্যামনগরের ৪নং নূরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ অক্টোবর) নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় নেতা নির্বাচন অনুষ্ঠানে শাহজালাল দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বিতীয়বার ভোট দিতে বাধা দিলে সেখানে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
জেলা বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থি। যা বিএনপির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। দলটি একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, যা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রেক্ষিতে শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের অনুলিপি পাঠানো হয়েছে।