মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত লিটন খান পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছিলেন ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী। রাত ১১টার দিকে লিটনের স্ত্রী বাসায় ফিরে বাইরে থেকে দরজায় তালা দেখতে পান। তালা খুলে ভেতরে ঢুকে তিনি স্বামীর নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
লাশের গলায় ওড়না পেঁচানো ছিল এবং ধারালো অস্ত্রের আঘাত স্পষ্ট ছিল। পাশেই রক্তমাখা একটি বটিও পড়ে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।