মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালী এস.আর. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক নবনির্মিত সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
গতকাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক জনাব সৈয়দ নওফেল মাহমুদ, জনাব সোহরাব হোসেন ভূইয়া, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব শাহরিয়ার রাজীব, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা : রনি খাতুন,অফিসার ইনচার্জ, শ্যামরগর থানা হুমায়ুন কবীর মোল্লা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।