খাজরা এলাকার বাসিন্দা রাসেল বলেন, আমরা এই অনলাইন জুয়ায় আমাদের এলাকায় স্কুল পড়–য়া থেকে বয়স্ক পর্যন্ত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরির ঘটনা ঘটছে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতারের দাবি জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, গ্রেফতার জুয়াড়িদের সহকারি মুজাহিত, আমির হামজা,বাবু ঢালী, শরিফ, সুমন সরদার এদের হয়ে এলাকা যুব সমাজ নষ্ট করে দিচ্ছে আমরা এদের আইনের আওতায় আনা হোক।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন মোল্যা জানান ,আমরা গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে আটক করেছি। জেলা গোয়েন্দা শাখার এস আই হেমায়েত হোসেনের সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া চক্রের ২ সদস্য কে গ্রেফতার করে। তিনি আরো বলেন, এই অনলাইন জুয়া দমনে আমাদের অভিযান চলমান থাকবে।