নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী ফিংড়ী ইউনিয়নে দরিদ্র ভ্যান চালক ফজর আলীর জমি দখলের চেষ্টা ও জীবননাশের হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টার সময় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে এবং জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ সমিতির সভাপতি আদিত্য মল্লিক, ভূমিহীন সমিতির শেখ হাফিজুল ইসলাম, ভূমিহীন নেতা সেলিম রেজাসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ফজর আলী দীর্ঘদিন ধরে তার কবলাকৃত জমিতে বসতঘর নির্মাণের চেষ্টা করছেন। তবে প্রভাবশালী একটি মহল ওই জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। জমিতে ঘর নির্মাণে বাঁধা দেওয়ার পাশাপাশি তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
বক্তারা অভিযোগ করে বলেন, ফজর আলীর মতো একজন অসহায় ভ্যানচালকের জীবিকার একমাত্র অবলম্বন তার জমি দখল করতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। তারা এ ধরনের অন্যায় ও হয়রানির তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও জানান, অবিলম্বে জমি দখলের অপচেষ্টা বন্ধ করে ফজর আলীর বসতঘর নির্মাণে সহযোগিতা না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।