পূজাকে কেন্দ্র করে কোন গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা সব সময় সতর্ক থাকবে। বুধবার বিকেলে সাতক্ষীরা সদর উপজোলা পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। কোন ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের লক্ষ।
আমার এমপি হওয়ার খায়েস নেই মানুষের ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই।
“বিভেদের বিরুদ্ধে গাও সম্প্রীতির স্লোগান” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররক হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রামপদ দাশ, কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, সাতক্ষীরা সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর প্রমুখ
এসময় সাতক্ষীরা সদর ও পৌরসভার ১২৪ টি পূজা মন্ডব কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেয়।
পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সভাপতি স্বপন কুমার সীল বলেন, আমরা চাই সকল দূরত্ব ঘুচিয়ে এক সাথে কাজ করতে। তিনি বলেন ৫ আগস্টের পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সম্পর্ক ছিলনা। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ শিবপদ গাইন বলেন বিগত দিনের মতো আমাদের ধর্মীয় উৎসব পালনে জামায়াতে ইসলামী যেভাবে বিশৃঙ্খলা এড়াতে আমাদের মন্দির পাহারা দিয়েছে তা দেশের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর জামাতের সেক্রেটারি খোরশেদ আলম।