বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
আবদুল কাদের বলেন, ‘আজকের ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের নির্বাচন নয়, এটি জামায়াত-বিএনপি-ছাত্রদল-শিবিরের মধ্যে একটি ক্ষমতার ভাগাভাগির নির্বাচন।
নির্বাচন পরিচালনাকারী কমিশনকে সম্পূর্ণ অযোগ্য ও অনভিজ্ঞ দাবি করে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন একটা নতজানু কমিশন, যা কোনোভাবেই নিরপেক্ষ নয়। কমিশনের একটি অংশ ছাত্রদলের তাবেদারি করছে, অন্য অংশ জামায়াত-শিবিরের। আমরা বারবার এই বিষয়টি তুলে ধরেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি।’
আবদুল কাদের আরও বলেন, ‘মনোনয়নপত্র উত্তোলনের দিন থেকে শুরু করে পুরো প্রচার-প্রচারণা পর্বে আমরা দেখেছি, আচরণবিধি বারবার লঙ্ঘন হয়েছে। অথচ নির্বাচন কমিশন কোনোটিই নিয়ন্ত্রণ করতে পারেনি। বরং প্রতিযোগিতা হয়েছে কে কত বেশি আচরণবিধি ভাঙতে পারে।’