বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
এসএম মিজানুর রহমান, শ্যামনগর: শ্যামনগরে পৃথক পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালিত হয়েছে। সকাল দশটায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলি পদক্ষেপ করে এম এম প্লাজার সামনে পথ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রভাষক আবু সাঈদ, জহুরুল হক আপু, আজিবর রহমান, যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপার দিকে বিকাল ৩টায় অপর গুরুপ সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড, মনিরুজ্জামান ও ও সাবেক আহবায়ক সোলাইমান কবির এর নেতৃত্বে একটি মিছিল উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাইক্রো বাস স্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন ড, মনিরুজ্জামান, সোলাইমান কবির, শেখ লিযাকত আলী বাবু, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।