বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
নুরুল ইসলাম, খাজরা: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উপজেলা তাঁতীদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য খাজরা ইউনিয়ন তাঁতীদলের কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকালে ইউনাইটেড সেকেন্ডারি স্কুল খাজরা হলরুমে আশাশুনি উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও তিনি মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন। খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমানের সঞ্চলানায় প্রধান অতিথি আশাশুনি উপজেলা তাঁতীদলের আহবায়ক আমীর হোসেন বাদশা,প্রধান বক্তা আশাশুনি উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান,আমন্ত্রিত অতিথি খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সার্চ কমিটির সদস্য ইলিয়াজ হোসেন,আশাশুনি উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ,আশাশুনি উপজেলার যুগ্ন আহবায়ক মিলন হোসেন প্রমুখ উপস্থিত থেকে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ন আলোচনা করেন।
এসময় খাজরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন,খাজরা ইউনিয়ন যুবদলের আঃ রহিম,যুবদলের ২নং ওয়ার্ড সভাপতি আয়ুব আলী,সাধারন সম্পাদক নুরুজ্জামান,সাবেক খাজরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল হোসেন,খাজরা ইউনিয়ন তাঁতীদলের কর্মী রানা, আজিজুল ইসলাম, মহিন, সাইদুল, যুবদলের সোহাগ হোসেন,জাকির হোসেনসহ বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় খাজরা ইউনিয়ন তাঁতীদলের কমিটি সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় খাজরা ইউনিয়ন তাঁতীদলে নেতা ও কর্মীবৃন্দ সাবেক ছাত্রদলে খাজরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি, সাবেক খাজরা ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ আজিজুল ইসলাম লিপুকে খাজরা ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক হিসাবে সর্বস্মতিক্রমে নাম প্রস্তাব করেন।