বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
নুরুল ইসলাম, খাজরা: আশাশুনির খাজরা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ৫৬নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ প্রাঙ্গনে বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। যার ফলে বিদ্যালয়ে আসা যাওয়াসহ কোমলমতি শিক্ষার্থীদের বিরতীকালীন সময়ে খেলাধুলা বা শরীর চর্চায় ব্যাহত হচ্ছে।
শনিবার(৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রাঙ্গনে দুই দিনের বৃষ্টিতে থৈ থৈ করছে পানি। পানি কমে গেলেও কাদা মাটিতে বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী হয় এমন পরিবেশ। স্কুলগামী শিক্ষার্থী দুপুরের বিরতীতে বা বিকালে স্থানীয় শিশুরা খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমন দৃশ্য ইউনিয়নের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ৫৬নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩জন শিক্ষক,১জন কর্মচারী ও ১শ ৪০ জন নিয়মিত শিক্ষার্থী আছে। বিদ্যালয়টি মাঠ মাটির ক্ষয়রোধের কারনে নিচু হয়ে যাওয়ায় বর্ষা হলেই হাটু পানি জমে যায়। ছেলেমেয়েরা খেলাধুলা করার কোন সুযোগ থাকেনা। আমাদের দাবি যে কোন ভাবে মাঠটি ভরাট করে পানি নিঃষ্কাশন ব্যবস্থা করা হোক।
এলাকাবাসী জলাবদ্ধতা বিদ্যালয় মাঠগুলি বালু বা মাটি দ্বারা ভরাট করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেছেন।