বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
মোস্তাকীম হোসাইন, ধূলিহর: সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাও. আব্দুস সালামের সভাপতিত্বে গতকাল ৩ জুলাই (বৃহঃবার) রাত ৮:৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহরের হাফেজ রফিকুল ইসলাম হাফিজিয়া মাদরাসায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওঃ মোশারফ হোসেন।
তিনি বলেন, বিগত সরকার আমাদের উপর জুলুম করেছে। অন্যায় ভাবে আমাদের লোকজনকে হত্যা করেছে। অন্যায় ভাবে হত্যা করা সকলকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আগামীতে এমন জুলুমবাজ সরকার উত্থান ঠেকাতে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম,
ফিংড়ি ইউনিয়ান আমীর শাহিনুজ্জামান, হা. রুহুল আমিন, হা. ইমদাদুল ইসলাম, মাওঃ আব্দুল হাই।
উপস্থিত ছিলেন সদর উপজেলা মিডিয়া পরিচালক আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়ানের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল করিম, হা. রফিকুল ইসলামসহ হাফিজিয়া মাদরাসার সকল এতিম শিক্ষার্থীরা।
জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের জন্য দোয়া-মোনাজাত করেন উপজেলা নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান।