admin
- ২৮ জুন, ২০২৫ / ১৬৫ Time View
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতে।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার নকিপুর গ্রামের জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক হন এবং পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত তাদেরকে এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত দুই যুবক হলেন, শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বাবলু সরদারের ছেলে মাহিম (১৯) ও জাহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (২১)।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’