বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০১:০০ অপরাহ্ন
এসভি ডেস্ক: বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন ( বেসকার ) সার্বিক আয়োজনে দিনব্যাপী কর্মশালা ও কমিটি প্রকাশ করা হয়।
নির্বাচিত কমিটিতে সাতক্ষীরা জেলার ৫ (পাঁচ) গুণী ক্রীড়া ধারাভাষ্যকার কে কমিটিতে বিভিন্ন পদে মনোনিত করা হয়।
কমিটিতে সাতক্ষীরার সন্তান ও অত্যন্ত স্বনামধন্য ধারাভাষ্যকার ইকবাল হোসেনকে খুলনা বিভাগীয় সভাপতি পদে নিযুক্ত করা হয়।
এছাড়াও কমিটিতে খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামনগর উপজেলার আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন মাস্টার হাবিবুর রহমান শ্যামনগর ও শাহাদাত হোসেন সাজু কালিগঞ্জ।
কমিটিতে যশোর জেলার থেকে সুলতান মাহমুদ নির্বাচিত হন।