বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক: বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক শিবিরের কর্মী, সাথী,ও সদস্যদের নিয়ে উপজেলা কার্যালয়ে সাবেক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আনারুল ইসলামের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জনাব আব্দুল গাফফার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার বায়তুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আশকারী, মাস্টার আফতাব উদ্দিন,মহসিন আলী, প্রভাষক মামুন বিল্লাহ,রফিকুল ইসলাম রেজা, হাবিবুল্লাহ বেলালী,বাকী বিল্লাহ, শাহিনুর রহমান, মুস্তাফিজুর রহমানসহবিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাবেক কর্মী, সাথী, সদস্যবৃন্দ,।।