বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০১:০০ অপরাহ্ন
মুহাম্মদ হাফিজ: পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী আলোচনা সভা, গণ-অভ্যুত্থানে আহত পরিবারসমূহের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী করেছে সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (২২জুন) দুপুর ১২ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার, সংগঠক মির্জা সাকিব হক ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ, পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন, তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, “বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল।