বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
নুরুল ইসলাম, খাজরা: আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদে উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা শীর্ষক প্রকল্পের স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক সমাজ,সিপিপি সদস্য,এনজিও কর্মী ও গনমাধ্যম ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ জুন) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি সদস্য ইয়াকুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল বক্তব্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদার।
এসময় ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজ,ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ ইউনুছ আলী,দলিত কর্মী চম্পা রানী,উন্নয়ন প্রচেষ্টা কর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউনিয়নে বসবাসরত দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন নাগরিক সেবা প্রাপ্তিতে বিদ্যমান বৈষম্য,বন্যা ও নদী ভাঙন এর কারনে বাসস্থান ও জীবিকার সংকট,মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা ও শিক্ষা প্রবেশাধিকার সংকুচিত,সরকারি সেবার ক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানের বিষয়ে বিস্তর আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরোও বলা হয়,দলিত জনগোষ্ঠীর অধিকাংশ সদস্য পরিছন্নতা কর্মী বা মৌসুমী শ্রমজীবি হওয়ায় ঠিকমত কর্মসংস্থান হয় না। ফলে পরিবার পরিজন নিয়ে সারা বছর আর্থিক সংকটে পড়তে হয়। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগ গ্রহন করার পরামর্শ দেওয়া হয়।