বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:০১ অপরাহ্ন
মোস্তাকীম হোসাইন, ধুলিহর: “যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে” প্রতিপাদ্যকে সামনে রেখে ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ জুন) সকাল ১১ টায় স্কুলের অডিটোরিয়ামে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বাবু নিলিপ কুমার মল্লিক,বাবু শ্যামা প্রসাদ বসু, ইংরেজি শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান,বর্তমান কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সফিকুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক আ. রহিম সহ বিশিষ্ট সাংবাদিক এবং অত্র স্কুলের বর্তমান শিক্ষক মো. মুকুল হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে অতিত জীবনকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এমন অনুষ্ঠান পরবর্তীতে প্রতি বছর আয়োজন করার জন্য আহ্বান জানান।
১৯৯১-২০২৫ সালের বিভিন্ন ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ পুনর্মিলন অনুষ্ঠানে।
অনুষ্ঠান শেষের অংশে হাড়ি ভাঙা খেলায় প্রতীক্ষিত হাড়ি ভাঙার গৌরব অর্জন করেন ২০১১ ব্যাচের মো.মহিনুর ইসলাম এবং ২০১২ ব্যাচের মো. রিপন হোসেন এবং মো.তহিদুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং সাংবাদিক শিমুল হোসেন।