বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর থেকে নিয়ে আসা ক্রয়-বিক্রি নিষিদ্ধ সরকারি শিশু কার্ডের ২২ বস্তা চাউলসহ ভ্যান চালকদের আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে দুটি ইঞ্জিন চালিত ভ্যানে কালীগঞ্জের দিকে যাওয়ার পথে নূরনগর ত্রিমোহনী মোড়ে ওই ঘটনা ঘটে।
চাল বহনকারী ভ্যান চালকরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও একই উপজেলার মহৎপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক।
ভ্যান চালকরা জানান, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের শাহজাহান আলীর চালের দোকান থেকে ২২ বস্তা চাল নিয়ে তারা কালীগঞ্জের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মামুন হোসেনের দোকানে নিয়ে যাচ্ছিলো। এ সময়ে শ্যামনগরের নুরনগর ত্রিমোহনী মোড় থেকে স্থানীয় জনগণ চাউলসহ ভ্যান চালকদের আটকে প্রশাসনের সংবাদ দেন।
সরকারি শিশু কার্ডের চালের মূল বস্তা গুলো পরিবর্তন করে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে জানান স্থানীয়রা।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত স্থানীয় জনতার হাতে চাল আটকের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে সরকারি শিশু কার্ডের চাল কিনা সেটি নিশ্চিত হওয়ার পর চাল ভর্তি বস্তা গুলো জব্দ করেন।
তিনি বলেন, সরকারের দেয়া দুস্থ্য অসহায় ও শিশু কার্ডের এই চাল ক্রয়-বিক্রয়ের সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত ২২ বস্তা চাল কয়েকটি এতিমখানায় বন্টন করা হয়েছে।