বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

যুব নেতৃত্বে ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

মুহাম্মদ হাফিজ: সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বাধীন ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড  বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বাধীন ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।  প্রশিক্ষণটি ২ দিন চলবে।
প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রি-টেষ্ট, পোষ্ট টেস্ট, ডিজিটাল অধিকার কি? আর্ন্তজাতিক আইনের মূলনীতিসমুহ, মতপ্রকাশের স্বাধীনতা, মতপ্রকাশের স্পেসে অধিকার লঙ্ঘন, ডিজিটাল আইনের উদ্দেশ্য ও ব্যবহার, বিভিন্ন ডিজিটাল আইনের সংক্ষিপ্ত বিবরণ, বিদ্যমান আইনের চ্যালেঞ্জ, ডিজিটাল আইন অনুযায়ী কি করবেন এবং কি করবেন না, ডিজিটাল নাগরিকত্ব, কম্পিউটার দক্ষতা, ডিজিটাল স্বাক্ষরতার মূল বিষয়, ডিজিটাল স্বাক্ষরতার ৫টি স্তম্ভ, ডেটা ব্রাউজ করা, অনুসন্ধান করা এবং ফিল্ডার করা, পক্ষপাতগুলি সনাক্ত করতে, সীমাবদ্ধতা সনাক্ত করতে এবং প্রশ্নের তথ্যের নির্ভরযোগ্যতা মূল্যায়ন করা, শক্তিশালী সমালোচনামুলক চিন্তাভাবনা এবং যুক্তি দক্ষতা বিকাশের মাধ্যমে ডেটা পরিচালনা করা, অনলাইনে বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শেয়ারিং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকত্বের সঙ্গে যুক্ত হওয়া, নেটিকেট ডিজিটাল পদচিহ্ন এবং ডিজিটাল পরিচয়, ইন্টারনেট নিরাপত্তা উপায়, মানষিক স্বাস্থ্যের যত্ন , ডিজিটাল প্রযুক্তির পরিবেশগত প্রভাব, নিরাপত্তার হুমকি ও সাইবার অপরাধের প্রকার: সামাজিক প্রকৌশল, ফিশিং মানহানি ও খ্যাতি সাইবার বুলিং, বাংলাদেশ প্রেক্ষাপটে সাইবার অপরাধ বিশ্লেষণ, অনলাইনে চরমপস্থা, মিথ্যা তথ্য, ভুল তথ্য ও ভুয়া খবর, অপপ্রচার, ডিজিটাল বিভাজন, ডিজিটাল নাগরিকের কর্তব্য, অপরাধের শিকার হলে করণীয়, মোবাইল আর্থিক পরিসেবা, অনলাইনে কেনাকাটা ও এফ কমার্স গুগল ম্যাপ, ডিজিটাল বিষয়বস্তু তৈরীল প্রক্রিয়া, বিষয়বস্তু তৈরীর জন্য বিভিন্ন সরঞ্জাম এবং ওয়েবসাইট, ভিডিও মিটিং টুলের মৌলিক বৈশিষ্ট, বিক্ষোফ প্রদর্শন, মূল্যায়ণ, গ্রæপ ওয়ার্ক  ও প্রেজেন্টেশন সহ বিষয়ের উপর বিভিন্ন সেশন ছিল।
২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন তরূণ-তরূণী ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয় সম্পর্কে জ্ঞান সংগ্রহ করবে সচেতন হবে এবং ২/৩ টি কর্ম পরিকল্পনা তৈরী করবে পরবতীতে সেগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন এহছান মাহমুদ ও হাসনা আক্তার ইতি, সহযোগী প্রশিক্ষণ হিসেবে দায়িত্বে ছিলেন সাইবার সিল্ড মো: মারুফুজ্জামান সম্রাট  ও ইয়াছিন আরাফাত শাওন, প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com