বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

গোপালগঞ্জে কোরবানীর হাট কাঁপাবে রাধেশ্যামের চার গরু

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে এবারের কোরবানীর হাট কাঁপাতে আসছে ফ্রিজিয়ান ও শাইওয়াল জাতের চারটি গরু। তাদের নাম রাখা হয়েছে কালো পাহাড়, লালু, পাগলা-১ ও পাগলা-২। খামারী রাধেশ্যাম পোদ্দার এ গরুগুলো লালন পালন করেছেন। এক একটি গরুর দাম ধরা হয়েছে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখের মধ্যে। আর প্রাণীসম্পদ বিভাগ বলছে এসব গরু বিক্রিতে সহায়তা করা হবে।

গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় গ্রামের খামারী রাধেশ্যাম পোদ্দার। পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। বিগত বছরগুলোতে গরু বিক্রি করে লাভবান হওয়ায় এবছরও কোরবানীর ঈদকে সামনে রেখে ১০ মাস ধরে ফ্রিজিয়ান ও শাইওয়াল জাতের ৪টি গরু লালন পালন করেন। ঘাস, খৈল, ভুষি, ভাতের মারসহ দেশিয় খাবার খাইয়ে সন্তানের মত লালন পালন করেন তিনি।

তার এ গরুগুলোর নাম রাখা হয়েছে কালো পাহাড়, লালু, পাগলা-১ ও পাগলা-২। এক একটি গরুর ওজন হবে সাড়ে ৫’শ কেজি থেকে সাড়ে ৭’শ কেজির মধ্যে। এর মধ্যে কালো পাহাড়, লালু ও পাগলা-১ এর দাম প্রায় ৫ লাখ এবং পাগলা-২ এর দাম ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

রাধেশ্যাম পোদ্দারের এসব গুরু হৈচৈ ফেলে দিয়েছে পুরো এলাকায়। প্রতিদিনই গ্রামাবাসী ও ব্যবসায়ীরা তার গরু দেখতে আসছেন। চাহিদা মত দামে বিক্রি করলে এসব গরু কিনে নিবেন ব্যবসায়ীরা।

গরুর মালিক রাধেশ্যাম পোদ্দার বলেন, স্বর্ণ ব্যবসার পাশাপশি বাড়ীতে জায়গা থাকায় গরু পালন শুরু করি। বিগত বছরগুলোতে গরু বিক্রি করে ভালোই লাভ হয়েছে। তাই এবছর ৪টি গরু লালন পালন করেছি। এসব গরুর পিছনে প্রতিদিন প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। এক একটি গরুর ওজন হবে সাড়ে ৫’শ কেজি থেকে সাড়ে ৭’শ কেজির মধ্যে। এর মধ্যে কালো পাহাড়, লালু ও পাগলা-১ এর দাম ৪ লাখ ৮০ হাজার এবং পাগলা-২ এর দাম ধরা হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। তবে চাহিদা মত দাম পেলে এসব গরু বিক্রি করে দিবো।

সোনাকুড় গ্রামের বাসিন্দা জামাল শেখ বলেন, রাধেশ্যাম পোদ্দার এবার ৪টি গরু লালন পালন করেছেন। যা আমাদের গ্রামের মধ্যে সবেচেয়ে বড় গরু। পরম যত্ন করে দেশীয় খাবার খাইয়ে গরুগুলো বড় করেছেন। প্রতিদিনই এলাকার লোকজন তার এসব গুরু দেখতে যায়। দেখে আমাদের খুব ভালো লাগে।

ফরিদপুর থেকে আসা গরু ব্যবসায়ী সেকেন্দার আলী বলেন, জানতে পারি রাধেশ্যাম পোদ্দার দেশীয় খাবার খাইয়ে গরু লালন পালন করেছে। এসব গুরুর চাহিদা থাকায় তার গরু দেখতে আসলাম। দর দামে মিললে গরু কিনে নিয়ে যাবো।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার বলেন, খামারী রাধেশ্যাম পোদ্দার ৪টি গরু লালন পালন করেছেন। আমার তাকে সার্বিক সহযোগীতা করেছি। এই খামারী যাতে ন্যায্যমূল্যে তার গরু বিক্রি করতে পারে সে বিষয়ে সার্বিক সহযোগীতা করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com