শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
এসভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত চারদলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সংগ্রামী আমির মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি যথাক্রমে উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সংগ্রামী আমির জনাব সোহরাব হোসাইন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ইয়াসিন আরাফাত লিপু, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, পারুলিয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইয়াকুব শফিউল্লাহ, সেক্রেটারি রায়হান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি মহসিন আলী,সাহেব আলী সহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।